Site icon Jamuna Television

৯ সেকেন্ডের মধ্যেই মাঠের বাইরে তোদিবো, ফুটবলের দ্রুততম লাল কার্ড কি এটাই?

জ্য ক্লেয়ার তোদিবো। ছবি: সংগৃহীত

ম্যাচের ৯ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে সাড়া ফেলে দিয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার জ্য ক্লেয়ার তোদিবো। এটি ফুটবলের সবচেয়ে দ্রুত লাল কার্ড কিনা সেটি নিয়ে শুরু হয়ে গেছে স্ট্যাটস ঘাঁটা।

ঘটনাটি ঘটে সিরি আ’তে অঁজা ও নিসের মধ্যকার ম্যাচে। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই অঁজার ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা ঢুকে পড়েন নিসের রক্ষণভাগে। ৬ সেকেন্ডের মাথায় ফাউল করে বসেন তোদিবো। এর ৩ সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখেন নিসের রক্ষণভাগের ফুটবলার তোদিবো। অবশ্য ম্যাচ শেষে রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে টুইটারে বেশ ক্ষোভ ঝেড়েছেন এই ফুটবলার। জানিয়েছেন, এ ঘটনায় শুরুতেই প্রতিপক্ষ দল বাড়তি সুবিধা পেয়েছে।

তোদিবোর এই লাল কার্ডের পর ফুটবল বিশ্বে একটি আলোচনা শুরু হয়ে গেছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মাঝে এটিই কি দ্রুততম লাল কার্ড! বিভিন্ন পরিসংখ্যান অনুসারে, ২০১০ সালের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ম্যাচের প্রথম মিনিটের মধ্যে লাল কার্ডের এটি চতুর্থ ঘটনা। ফরাসি পত্রিকা লেকিপ ঘটনার গুরুত্ব আরেকটু বাড়িয়ে প্রশ্ন তুলেছে, এটাই কি ফুটবল ইতিহাসের দ্রুততম লাল কার্ড?

জানা গেছে, ২০১৭ সালে আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের এক ডিফেন্ডার ৯ সেকেন্ডে লাল কার্ড দেখেছিলেন। সেই তথ্য এখনই যাচাই করে দেখা যাচ্ছে না। তবে তা সঠিক হলে তোদিবোর লাল কার্ড বসে গেছে সেই ঘটনার পাশে।

আরও পড়ুন: কৃষ্ণার লক্ষ্যভেদে সাফের ফাইনালে ২ গোলে এগিয়ে বাংলাদেশ

/এম ই

Exit mobile version