কাসকরের দেওয়া তথ্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ এর আগে কাসকর জানিয়েছিল, ফোনকল রেকর্ড হওয়ার আশঙ্কায় আত্মীয়দের এবং লোকজনদের ফোন করছে না সে। কাসকরের এসব কথাবার্তার কোনো সত্যতা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

গত, ১৮ সেপ্টেম্বর কাসকরকে গ্রেফতার করে পুলিশ। মুম্বাইয়ে দাউদের রিয়েল এস্টেট-এর ব্যবসা সামলাতেন কাসকর। ২০১৩ থেকে ঠানেতে দাউদের নাম করে রিয়েল এস্টেট-এর ব্যবসায়ী হুমকি দিচ্ছিলেন কাসকর।

(সূত্র: আনন্দবাজার, এনডিটিভি)

যমুনা অনলাইন: টিএফ