Site icon Jamuna Television

৩৩ বছর পর কাশ্মিরে ফিরলো সিনেমা

ছবি: সংগৃহীত

গোলযোগপুর্ণ রাজনীতির গত ৩ দশকের কিছু বেশি সময় ধরে কারণে স্বাভাবিক বিনোদন থেকে বঞ্চিত কাশ্মিরের সাধারণ মানুষ। বিশেষ করে প্রেক্ষাগৃহে বসে বড়পর্দায় সিনেমা দেখার সুযোগ হয় না তাদের। গত তিন দশক ধরে এ বঞ্চনা মেনে চলেছেন তারা। এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

রোববার (১৮ সেপ্টেম্বর) পুলওয়ামা ও সোপিয়ানে দুটি মাল্টিপ্লেক্স উদ্বোধন করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। উদ্বোধনী শো হিসেবে দর্শকনন্দিত সিনেমা ‘ভাগ মিলখা ভাগ প্রদর্শন করা হয় সেখানে। তবে বাণিজ্যিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে। সেদিন প্রথম সিনেমা হিসেবে দেখানো হবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।

হল উদ্বোধনের পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইটারে লেখেন, জম্মু ও কাশ্মিরের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা ও সোপিয়ানে দুটি সিনেমা হল উদ্বোধন করা হলো।

উদ্বোধনী শো দেখছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

এর আগে, আশির দশকের শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মিরে এক ডজন সিনেমা হল ছিল। কিন্তু নব্বই দশকের শুরুর দিকে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর হুমকিতে হল বন্ধ করে দেন মালিকরা।

/এসএইচ

Exit mobile version