Site icon Jamuna Television

অন্তরালে সামান্থা, কেনো!

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

বেশ কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আড়ালে রয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভূ। শুধু তাই নয়, তার পরবর্তী তেলুগু সিনেমা ‘খুশি’র শুটিংও নাকি আপাতত স্থগিত রেখেছেন অভিনেত্রী।

জানা গেছে, বেশ কিছুদিন থেকেই নাকি অসুস্থ সামান্থা। আর সে কারণেই অন্তরালে রেখেছেন নিজেকে। তার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। ঠিক কোন অসুখে ভুগছেন তিনি? তা এখনও স্পষ্ট হয়নি।

চিকিৎসকরা আপাতত সামান্থাকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version