Site icon Jamuna Television

শত্রুতা করে পুকুরে বিষ, মরল ‘৭ লাখ টাকার’ মাছ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বিঘা আয়তনের একটি বড় পুকুরে বিষ দিয়ে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ও রেণুপোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা পুকুরের পানিতে গ্যাস ট্যাবলেট ( ইঁদুর মারা বিষ) প্রয়োগ করে বলে অভিযোগ করেন ষাটবাড়ীয়া গ্রামের তিন ভাই আবু তাহের, মেহেদী হাসান ও তাফসির।

আবু তাহের জানান, সকালে দেখেন পুকুরে মরা মাছ ভেসে উঠছে। পরে মরা মাছের পরিমাণ বাড়তে থাকে। প্রথম মনে করেছিলেন অক্সিজেন না পাওয়ার কারণে হয়ত মাছ মারা যাচ্ছে। কিছুক্ষণ পুকুর পাড়ে ঘুরাঘুরির পর দেখতে পান সেখানে গ্যাস ট্যাবলেটের (বিষ) কৌটা পড়ে আছে। এমনকি মরা মাছ থেকে প্রচণ্ড গন্ধ বের হতে থাকে। তখন বুঝতে পারেন কে বা কারা বিষ দিয়ে মাছগুলি মেরে ফেলেছে।

মেহেদী হাসান জানান, রেণু পোনা ছাড়াও মৃত মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ রয়েছে। এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলেও তিনি জানান।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version