Site icon Jamuna Television

রানি এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেননি সৌদি যুবরাজ সালমান, নেপথ্যে কী?

ছবি: সংগৃহীত

রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেননি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে মোহাম্মদ বিন সালমানকে রানির শেষকৃত্যে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় ব্রিটেন। এতে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। খবর দ্য গার্ডিয়ানের।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে এ সমালোচনা করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রানির শেষকৃত্যে অংশ নেবেন না সৌদি যুবরাজ সালমান।

তবে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রিয়াদ। এর আগে, ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিখোঁজ হন জামাল খাসোগি। পরে তদন্তে জানা যায়, কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয় জামাল খাশোগিকে। সৌদি রাজপরিবার এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলেও অভিযোগ রয়েছে।

/এসএইচ

Exit mobile version