Site icon Jamuna Television

নেইমারকে নিয়ে শঙ্কায় ব্রাজিল

সুইজারল্যান্ড ম্যাচের পর আবারও ইনজুরির শঙ্কায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সোমবার দলের অনুশীলন ক্যাম্প থেকে ফিজিওথেরাপি নিতে যেতে হয় তাকে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকবার ফাউলের শিকার হন তিনি। যেখানে ৪ বার একই জায়গায় তাকে আঘাত করায় ঠিক মতো অনুশীলনও করতে পারেননি তিনি। মঙ্গলবার পর্যন্ত বেশ কয়েকবার থেরাপি নেন তিনি। তবে, খুব শিগগিরই তার শারীরিক অবস্থা জানা যাবে। এমনটাই জানিয়েছে ব্রাজিল দলের মিডিয়া উইং।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মিডিয়া ম্যানেজার মি. রদ্রিগেজ জানান, পায়ে ব্যাথার কারণে নেইমার আজ অনুশীলন করতে পারেননি। শেষ ম্যাচে বেশ কয়েকবার ফাউলের শিকার হন তিনি। ৪ বার তার পায়ের একই জায়গায় আঘাত করা হয়। আশা করছি দুই দিন থেরাপির পর তার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারবো।

প্রথম ম্যাচ ড্র করায় এরপরই জয় তুলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চাইবে সেলেসাওরা। সেজন্য নেইমারের উপস্থিতি খুব করে চাইবে তারা। তবে, অবস্থা বেগতিক দেখলে ২২ জুন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে নেইমারকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version