শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত একটার দিকে দেশটির পশ্চিম উপকূলে অনুভূত হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প।
দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে বলা হয়, লা প্লেসিতা দ্য মোরেলোস শহরে ছিল এর উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি এখনও। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে।
অঞ্চলটিতে জারি হয়েছে সুনামি সতর্কতা। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’র পূর্বাভাস, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের।
এমন এক দিনে ভূমিকম্প অনুভূত হলো, যেদিন দু’টি ভয়াবহ ভূমিকম্পের বার্ষিকী পালন করছিলো মেক্সিকো। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটির রাজধানীতে ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল কয়েক হাজার মানুষ। ২০১৭ সালের একই দিনে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৩৭০ জনের।

