Site icon Jamuna Television

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু আজ

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন। তাতে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রতিনিধিরা।

এবারের সম্মেলনে দুই শতাধিক বিশ্বনেতা অংশ নেবেন। এ অধিবেশন ঘিরে জোরদার করা হয়েছে নিউইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

নিউইয়র্কের পুলিশ প্রধান জানান, এখন পর্যন্ত কোনো হুমকি বা নিরাপত্তা ঝুঁকির তথ্য পাননি গোয়েন্দারা।
এদিকে, মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো নিয়ে বিশ্বনেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

/এমএন

Exit mobile version