Site icon Jamuna Television

কাল দেশে ফিরবে সাবিনা-কৃষ্ণারা

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) নেপাল থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। সাবিনাদের বিমানবন্দরে বড় অভ্যর্থনা দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এর আগে আজ মঙলবার নেপালে সাফ জয়ী বাংলাদেশ দলকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা। নেপালে বাংলাদেশ দূতাবাসে সংবর্ধনা জানানোর কথা রয়েছে সাবিনা-কৃষ্ণাদের। এছাড়া দেশে ফেরার আগে কাঠমন্ডুতে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

এছাড়া, একসাথে ঘোরার পরিকল্পনাও আছে দলের ফুটবলারদের। আগামীকাল দেশে ফেরার পর নানা আয়োজনে বরণ করা হবে নারী দলকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বিমানবন্দরের অভ্যর্থনায় থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।

/এমএন

Exit mobile version