Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে চমক হিসেবে থাকছে দুই তরুণ ক্রিকেটার ফিন অ্যালেন ও অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। দু’জনের জন্যই এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ।

সম্প্রতি জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার ঘোষণা দিলেও বিশ্বকাপ দলে ঠিকই রয়েছেন ট্রেন্ট বোল্ট এবং জিমি নিশাম। তাদের সাথে পেস বোলার হিসেবে থাকছে অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন এবং টিম সাউদি।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল,অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।

/এনএএস

Exit mobile version