Site icon Jamuna Television

টঙ্গীতে ডেসটিনির গোডাউনে আগুন

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোডাউনে অগ্নিকাণ্ড হয়। মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে প্রথমে টঙ্গী থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় উত্তরা থেকে আরও ২টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। ওই ৫টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এখনই আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

/এডব্লিউ

Exit mobile version