Site icon Jamuna Television

এলপি গ্যাসের মূল্য কারসাজি বন্ধের আহ্বান ভোক্তা অধিকারের

ফাইল ছবি

বোতলজাত এলপি গ্যাসের মূল্য কারসাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কোম্পানি বাড়ালে খুচরা পর্যায়ে প্রভাব পড়ে। তবে খুচরা দোকানদাররা নানা অজুহাতে দাম বাড়াচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। ভোক্তারা ব্যবসায়ীদের কাছে জিম্মি। ব্যবসায়ীরা লোকসানের কথা বললেও তারা মূলত লাভ করছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এলপি গ্যাস উৎপাদনকারী, বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারজাত সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, বিধি লঙ্ঘন করেই দাম বাড়িয়ে দেয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানের গ্রাহকরাও এ নিয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের বোতল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন তারা।

বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালাবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। প্রয়োজনে জরিমানাও করা হবে।

/এমএন

Exit mobile version