Site icon Jamuna Television

ইসিকে গরীবের ঘোড়া রোগে পেয়েছে: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।

নির্বাচন কমিশনকে (ইসি) গরীবের ঘোড়া রোগে পেয়েছে। তাই দেশের দুঃসময়ে ইসি ৯ হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে পল্লী বন্ধু পরিষদের সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সবাই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাই এই কমিশন সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে ইসির প্রস্তাবিত প্রকল্প প্রত্যাহারের আহ্বান জানান জাপা মহাসচিব। একইসাথে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবিও করেন।

/এমএন

Exit mobile version