Site icon Jamuna Television

সকালে হাঁটতে বের হয়ে আর ফিরলেন না আমিরন

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আমিরন খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার আহমেদপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিরন খাতুন আহমেদপুর গ্রামের জিন্নাতের স্ত্রী।

ঝলমলিয়া হাইওয়ের থানার ইনচার্জ এমএ মাসুদ জানান, সকালে আমিরন খাতুন প্রতিদিনের মত হাঁটতে বের হন। আহমেদপুর বাজার সংলগ্ন রাহেলা হাসপাতালের পাশে নিজ বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের ওপর ওঠামাত্রই অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরহেদ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version