Site icon Jamuna Television

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি হত্যা মামলায় ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সালিমপুর তারাগুনিয়া গ্রামের মৃত বকস মন্ডলের ৫ ছেলে জানবার আলী (৬৬), গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬),
আলাউদ্দিন (৫৩) এবং আব্দুল হান্নান (৫০)। এদের মধ্যে আব্দুল হান্নান পলাতক, বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় ২০১৪ সালের ১৪ মার্চ রাত সাড়ে ১২টায় প্রতিপক্ষ ওয়াজেদ আলীর জমি থেকে গম কেটে নিচ্ছিল সাজাপ্রাপ্ত এই ৫ ভাই। এ সময় খবর পেয়ে ওয়াজেদ আলী তার ছেলেদের সাথে নিয়ে জমিতে গিয়ে তাদের গম কাটতে নিষেধ করায় ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে ৫ আসামি।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১১ জনের নামে মামলা করেন দৌলতপুর থানায়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত দৌলতপুর থানার উপপুলিশ পরিদর্শক ফয়সাল হোসেন।

এই মামলায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় আপন ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন আদালত। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে মামলার আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এসজেড/

Exit mobile version