Site icon Jamuna Television

কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর ও অশোক গেহলট

কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শশী থারুর ও অশোক গেহলট। এরইমধ্যে কংগ্রেস সভানেত্রীর সাথে সাক্ষাৎ করেছেন দুই নেতা-ই।

ভারতীয় গণমাধ্যম বলছে, নির্বাচনে লড়তে শশী থারুরকে সবুজ সংকেত দিয়েছেন সোনিয়া গান্ধি। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থীতার দৌড়ে এগিয়ে আছেন শশী থারুর। তরুণ প্রজন্মের ভোটারদের কাছে জনপ্রিয় হওয়ায় দলের নীতি নির্ধারকরাও এগিয়ে রাখছেন তাকে।

আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা করা হবে তার দুই দিন পর। নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২২ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

/এমএন

Exit mobile version