Site icon Jamuna Television

অবস্থার উন্নতি হয়েছে আবু হেনা রনির

আবু হেনা রনি'র ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া ছবি।

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

এর আগে রনির ঘনিষ্ঠজন ‘মীরাক্কেল’ এর প্রতিযোগী মোহাম্মদ পরশ জানান, রনি স্বাভাবিক খাবার খেতে পারছেন, কথাবার্তাও বলতে পারছেন।

জানা গেছে, রনির চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ‘মীরাক্কেল’–এর মীর আফসার আলী, অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশিসহ টিভি ও চলচ্চিত্রের শিল্পীরা রনির সুস্থতা কামনা করেছেন।

/এসএইচ

Exit mobile version