Site icon Jamuna Television

অবশেষে গ্রেফতার সোনাইমুড়ীর শীর্ষ মাদকসম্রাট দুদা

গ্রেফতারকৃত শীর্ষ মাদকসম্রাট শাহাদাত হোসেন ওরফে দুদা (৩৫)।

নোয়াখালী প্রতিনিধি:

এক বিশেষ অভিযানে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ীতে শীর্ষ মাদকসম্রাট শাহাদাত হোসেন ওরফে দুদা (৩৫)। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ২৮ বোতল বিদেশী মদ জব্দ করে র‍্যাব।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারাহিপুর টোকিও ব্রিকফিল্ড এর সামনে থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি মো. শাহাদাত হোসেন দুদা(৩৫) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। সে ইতোমধ্যেই ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামি।

তিনি আরও জানান, কিছুদিন আগে পৌরসভার পাপুয়া গ্রাম থেকে তার ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার করে থানা পুলিশ। সে সময় সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরের দিন প্রকাশ্যে অস্ত্র নিয়ে পাপুয়া গ্রামের ফল ব্যবসায়ী নিজামকে হত্যা চেষ্টা চালায় দুদা ও তার সহযোগীরা। গ্রেফতারকৃত দুদার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version