Site icon Jamuna Television

সম্ভব হলে নিজে প্লেন চালিয়ে নেপালে চলে যেতাম: সালাউদ্দিন

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

নেপালের দশরথ স্টেডিয়ামে মঞ্চস্থ হয়েছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের জয়রথের শেষ ধাপ। চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উল্লাসে মেতেছে সাবিনা-সানজিদারা। এমন মুহূর্তে সেখানে উপস্থিত থাকতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি যদি সেরকম বড়লোক হতাম তবে নিজে প্লেন চালিয়ে নেপালে চলে যেতাম।

বাফুফে সভাপতি বলেছিলেন, তার আক্ষেপ হচ্ছে নিজের দেশকে নিজের হাতে কোনো ট্রফি দিতে পারেননি তিনি। এই আক্ষেপের কথা আরও বেশি করে মনে পড়বে সাফ ফুটবলে যখন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ জেতার পর আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় যাবো, কী করবো। তবে সেটা জরুরি না। জরুরি হচ্ছে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার বিজয়ী দল। এটাই সবচেয়ে বড় গর্বের ব্যাপার। আমি ট্রফি দিতে পারলাম কিনা, সেটা বড় না। ওই ১১টা মেয়ে আমাদের যা দিয়েছে তা আমাদের সবার আজীবনের উপহার।

আরও পড়ুন: নারী ফুটবলের বিরোধিতা করা এলাকাবাসীই এখন স্বপ্নার জন্য গর্বিত

/এম ই

Exit mobile version