Site icon Jamuna Television

সাকিবকে নিয়ে নানা অভিযোগ খতিয়ে দেখা হবে: দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর শুভেচ্ছাদূত ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নানা অভিযোগ খতিয়ে দেখা হবে। এ কথা জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে দুদক সচিব বলেন, ২০১৮ সাল থেকে সাকিব আল হাসান দুদকের শুভেচ্ছাদূত। দুদকের ভাবমূর্তি বাড়ানো ও দুর্নীতি রোধে সচেতনা বাড়াতে তাকে শুভেচ্ছাদূত নিয়োগ দেয়া হয়।

মাহবুব হোসেন আরও জানান, সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখবে দুদক। অভিযোগ উঠলেই কাউকে অপরাধী বলার সুযোগ নেই। অপরাধের প্রমাণ পাওয়া গেলে তিনি শুভেচ্ছাদূত থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর: মির্জা ফখরুল

সম্প্রতি, শেয়ার বাজার কেলেঙ্কারি ও বেটউইনারের সঙ্গে চুক্তি বিষয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন সাকিব। শেয়ার বাজারে নিজের বাবার নাম ভুল লিখে বেশি সমালোচনায় পড়েন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

জেডআই/

Exit mobile version