Site icon Jamuna Television

রোনালদোর অনুপ্রেরণা জর্জিনা রদ্রিগেজ!

রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২ ম্যাচে ৪ গোল করে পর্তুগালকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন। অনেকেই বলেন, ভালো করার জন্য অনুপ্রেরণা লাগে। সেটি যে ভালোভাবেই পাচ্ছেন সিআর সেভেন তাতে কোনো সংশয় নেই।

লুঝনিকি স্টেডিয়ামে যখন বল নিয়ে মাঠ কাঁপাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার, তখন গ্যালারিতে গলা ফাটিয়ে সমর্থন জোগাচ্ছেন তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। মরক্কোর বিপক্ষে জয় সূচক গোল করার পর সেদিকে আঙ্গুল উচিয়ে ধরলেন সিআর সেভেন। জবাবে হাতের ফিঙ্গার রিং দেখাতে ভুললেন না আর্জেন্টিনায় জন্ম নেয়া এই সুন্দরী।

এর আগেও একবার এই ফিঙ্গার রিংটি প্রদর্শন করেছিলেন জর্জিনা। সেবার গুঞ্জন উঠেছিল এটি রোনালদোর দেয়া এনগেজমেন্ট রিং। আজ যেন এ ব্যাপারে নিশ্চিতই হয়ে গেলো রোনালদোর ভক্তকুল।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version