Site icon Jamuna Television

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হারলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১৫৯ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলেই পেরিয়ে যায় ইংলিশরা।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৫৮ তোলে বাবর আজমের দল। ইনিংস শুরু করতে নেমে ৮৫ দারুণ এক জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর। ৪৬ বলে ৬৮ রান করেন রিজওয়ান। আর ২৪ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাবর। তবে, এই দুজনের পর আর কোনো ব্যাটার তেমন রান পাননি। তৃতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ইফতিখার আহমেদের উইলো থেকে।

ইংলিশদের হয়ে ৩ উইকেট নেন লুক উড। লেগ স্পিনার আদিল রশিদ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান মঈন আলী ও স্যাম কারেন একটি করে উইকেট পান।

জবাব দিতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। তবে দলে প্রত্যাবর্তন করা অ্যালেক্স হেলসে ৫৩ ও শেষদিকে হ্যারি ব্রুকে অপরাজিত ৪২ রানে সহজ জয় পায় ইংল্যান্ড।

আরও পড়ুন: ভারতের দুইশো ছাড়ানো সংগ্রহ মামুলি বানিয়ে প্রথম টি-২০’তে অস্ট্রেলিয়ার জয়

পাকিস্তানের হয়ে দুইটি উইকেট নেন উসমান কাদির। একটি করে উইকেট পকেটে পুরেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।

জেডআই/

Exit mobile version