এবার সামরিক শক্তিমত্তা দেখালো দক্ষিণ কোরিয়া। উত্তর-পূর্বাঞ্চলে বড় ধরনের মহড়ায় অংশ নেয় দেশটির সেনারা। খবর এপির।
ডিফেন্স এক্সপো-২০২২ এর অংশ হিসেবে পুচন অঞ্চলে চালানো হয় বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি। অংশ নেয় আর্মি টাইগারসহ একাধিক ফোর্স। শক্তিশালী ট্যাংক, হেলিকপ্টার, রকেট লঞ্চার, সাজোয়া যানসহ অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে চলে সেনাদের ট্রেইনিং। কামান থেকে ছোড়া হয় গোলা। মূলত দক্ষিণ কোরিয়ার সেনাদের সক্ষমতা ঝালাইয়ের উদ্দেশ্যে হয় এই মহড়া। বুধবার (২১ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মহড়া চলবে আগামী রোববার পর্যন্ত।
/এমএন

