Site icon Jamuna Television

প্রাচীন যুগেও আফিম সেবনের প্রবণতা ছিল ইসরায়েলে: গবেষণা

খ্রিষ্টপূর্ব ১৪ শতকেও আফিম সেবনের প্রবণতা ছিল ইসরায়েলে। দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ ও তেল আবিব বিশ্ববিদ্যালয়ের যৌথ এক গবেষণায় মিলেছে এ তথ্য। খবর রয়টার্সের।

দশ বছরের বেশি সময় ধরে তেল ইয়েহুদ অঞ্চলে মাটি খুড়ে অনুসন্ধান চালাচ্ছে দেশটির প্রত্নতাত্ত্বিক বিভাগ। যেখানে মিলেছে ক্যানানীয় সভ্যতার নিদর্শন। সম্প্রতি সেখানে পাওয়া যায় আফিম সেবনের বহু পাত্র।

বিশেষজ্ঞরা বলছেন, পাত্রগুলো ছিল ব্রোঞ্জ সভ্যতার শেষের দিকের। পপি ফুলের নকশাও রয়েছে তাতে। গবেষণায় বলা হয়, কিছু পাত্র স্থানীয়ভাবে তৈরি এবং কিছু আনা হয়েছে সাইপ্রাস থেকে। সাধারণত শেষকৃত্যের আয়োজনে ব্যবহার হতো এগুলো। পাত্রে তরলের সঙ্গে মিশিয়ে সেবন করা হতো আফিম। এমনকি দিয়ে দেয়া হতো মৃত ব্যক্তির কবরেও। স্থানীয়দের বিশ্বাস ছিল, আফিম সেবনে মৃত ব্যক্তির আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি পাবে।

/এমএন

Exit mobile version