Site icon Jamuna Television

জাপানি নাগরিককে হত্যা: ৪ জনের ফাঁসির রায় বহাল, খালাস ১

রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও খুনের দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা থেকে একজনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ বিষয়ে রায় ঘোষণার জন্য দিন ধার্য করে দেন উচ্চ আদালতের এই বেঞ্চ।

২০১৫ সালের ৩ অক্টোবর কুনিওকে গুলি করে হত্যা করা হয়। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যার দায়ে জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন। পাশাপাশি ওই পাঁচজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছিল।

/এমএন

Exit mobile version