Site icon Jamuna Television

রাজু শ্রীবাস্তব আর নেই

বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসের ১০ আগস্ট ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী।

এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতিও হয়। কিন্তু ১ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে দর্শকদের মন মাতিয়েছিল এ শিল্পী। কমেডি নাইটস, বিগ বস, নাচ বালিয়ের মতো জনপ্রিয় টিভি শোতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

/এমএন

Exit mobile version