Site icon Jamuna Television

সাংবাদিক মাহফুজ মিশুর পিতার ইন্তেকাল

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশুর বাবা মো. খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ৭২ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা বেশকিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। খলিলুর রহমান ১৯৭১ সালে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অংশগ্রহণ করেন পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ পুলিশে চাকরিরত অবস্থায় বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। সবশেষ রাজশাহী মহানগর পুলিশের উপপরিদর্শক হিসেবে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার আসরের নামাজের পর চারঘাটের সরদহ ঈদগাহ মাঠে জানাজার নামাজ হবে। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version