Site icon Jamuna Television

১৬ কোটি বলুন আর ২০ কোটি, এই ট্রফি বাংলাদেশের সব মানুষের: সাবিনা

ছাদখোলা বাসে চলছে সাফ চ্যাম্পিয়নদের শহর প্রদক্ষিণ করা।

হযরত শাহজালাল বিমানবন্দর এখন লোকে লোকারণ্য। সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে সেখানে হাজির হয়েছে হাজারো সমর্থক। গণমাধ্যমের সামনে এ সময় সংক্ষেপে অভিব্যক্তি প্রকাশ করেন কথা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ সাবিনা খাতুন। তিনি বলেন, এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, আর ২০ কোটি বলুন; এই ট্রফি বাংলাদেশের প্রতিটা মানুষের।

সাবিনা খাতুন বলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বরণ করে নেয়ার জন্য। আমরা এখানে হাজির সকলের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের নারী ফুটবলকে যে আপনারা এতটা ভালোবাসেন, তা দেখে আমরা সত্যিই কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন।

সাফ ফুটবলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা অধিনায়ক সাবিনা খাতুন আরও বলেন, যেহেতু দক্ষিণ এশিয়ার ফুটবলে আমরা ভালো ফলাফল অর্জন করেছি, এরপর অবশ্যই আমরা আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করবো। সেদিকেই থাকবে আমাদের লক্ষ্য।

আরও পড়ুন: এত মানুষের আবেগ উচ্ছ্বাসে বিস্মিত কোচ ছোটন

/এম ই

Exit mobile version