Site icon Jamuna Television

এবার পুতিনের বিরুদ্ধে রাশিয়ায় বড়সড় আন্দোলনের ডাক বিরোধী দলের

ইউক্রেনে আরও সেনা পাঠাতে চায় রাশিয়া। এজন্য অতিরিক্ত ৩ লাখ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ নিয়েই বিরোধ দেখা দিয়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে। রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনি জেলে বসেই পুতিনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন দেশজুড়ে। খবর এনডিটিভির।

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই এ পর্যন্ত দুপক্ষেরই প্রাণহানির সংখ্যা অনেক। তবে ইউক্রেনের তুলনায় শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধে উল্লেখযোগ্য তেমন সাফল্য দেখাতে পারেনি রাশিয়া। আর এরই মধ্যে ইউক্রেনে আরও ৩ লাখ সেনাকে পাঠানোর নির্দেশকে ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো সংখ্যক অতিরিক্ত সেনা নিয়োগের ঘটনা এটিই প্রথম।

বর্তমানে কারাগারে আছেন বিরোধী দলের নেতা নাভালনি। জেল থেকেই নিজের আইনজীবীর মাধ্যমে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। সেখানে নাভালনি বলেন, এটি রাশিয়ার জন্য একটি হারের যুদ্ধ। তারপরও পুতিন প্রশাসন আরও ৩ লাখ সেনাকে ইউক্রেন পাঠিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু করার পর রুশ জনগণের একাংশ এই যুদ্ধের বিরোধীতা করে। যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক পর্যায় থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ কারণে এরই মধ্যে বেশ বড়সড় ধাক্কা লেগেছে রাশিয়ার অর্থনীতির ভিত্তিতে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার উল্লেখযোগ্য কোনো সাফল্যও নেই। এ পরিস্থিতির মধ্যে আরও তিন লাখ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়ায় এবার পুতিনের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের ডাক দিলো দেশটির বিরোধী দল।

এসজেড/

Exit mobile version