Site icon Jamuna Television

২০২৪ সালের ইউরো বাছাইপর্বের ড্র’তে অংশ নিতে পারবে না রাশিয়া

রাশিয়ান ফুটবল দল। ছবি: সংগৃহীত।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ড্র’তে অংশ নিতে পারবে না রাশিয়া। এমনটাই জানিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও রাশিয়ান ফুটবল ফেডারেশন।

শুধুমাত্র পুরষ দলই নয়, চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী ইউরো চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেনি রাশিয়া। আগামী ৯ অক্টোবর ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হবে এই আসরের বাছাইপর্বে ড্র।

এদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করায় বেলারুশকেও ইউরো থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জার্মানি। এর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেড়ে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে রাশিয়ান জাতীয় দল ও রাশিয়ান ক্লাবগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুন: লঙ্কান সেনাবাহিনীতে এশিয়া কাপ জেতা থিকসানার পদোন্নতি

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আদেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই দেশটির ক্রীড়াক্ষেত্রে আসতে শুরু করে নিষেধাজ্ঞা। এমনকি ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিকানাও ছাড়তে হয় রুশ ধনকুবের ও পুতিন ঘনিষ্ট হিসেবে পরিচিত রোমান আব্রামোভিচকে। জুডো ফেডারেশন পুতিনের ব্লাক বেল্টও কেড়ে নেয়।

জেডআই/

Exit mobile version