Site icon Jamuna Television

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো. আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. ইফতেখার নাবিল লিমন (২৪)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। এ মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version