Site icon Jamuna Television

ক্রিকেটে বড় জয় পেয়েছে বাংলাদেশের নারীরা

ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বড় জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বাংলাদেশ। দলীয় ২০ রানে উইকেটরক্ষক শামীমা সুলতানার উইকেট হারানোর পর অপরাজিত ছিলেন দুই ব্যাটার মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা। ৬৪ বলে ৯ চারে ৭৭ রান করেছেন মুর্শিদা। আর ৪০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেছেন নিগার।

বাংলাদেশের দেয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানেই ৩ উইকটে হারিয়ে বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। এরপর অবশ্য কোনো উইকেট হারায়নি তারা। তবে পুরো ২০ ওভার খেলে ১০৩ রানের বেশি তুলতে পারেনি মার্কিনি নারীরা। দলটির অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে দারুণ বল করেছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। ৩ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাহিদা আকতার। ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন।

জেডআই/

Exit mobile version