Site icon Jamuna Television

পাকিস্তানে অ্যাঞ্জেলিনা জোলি

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

সম্প্রতি পাকিস্তান সফরে গেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বন্যা কবলিত এলাকার মানুষকে সহায়তা করার জন্য জোলি পাকিস্তান সফর করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি।

বিশ্বব্যাপী জনপ্রিয় অভিনেত্রী এবং জাতিসংঘের মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দাদু জেলায় যান, ভুক্তভোগীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের দাদু এলাকায় বন্যার কারণে সৃষ্ট পানিবাহিত রোগে মৃত্যু হয়েছে ৩শ’র বেশি মানুষের।

প্রসঙ্গত, জুনের মাঝামাঝি সময় থেকে পাকিস্তানে চলতে থাকা এ বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৫৯ জন মানুষ। ভারী বর্ষণ ও বন্যায় দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে তিন হাজার কোটি ডলারের।

/এসএইচ

Exit mobile version