Site icon Jamuna Television

বাফুফে ভবনে বাঘিনীদের বাঁধভাঙা উল্লাস (ভিডিও)

বাফুফে ভবনে উল্লসিত বাঘিনীরা।

দীর্ঘ প্রায় ৪ ঘণ্টার শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবলাররা। সেখানে পৌঁছে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন তারা। স্লোগানে স্লোগানে সেখানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন ভক্ত-সমর্থকরা।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনের দিকে রওনা হয়েছিলেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। পথিমধ্যে বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পান দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। পরে হাসপাতালে নেয়া হলে মাথায় তিনটি সেলাই পড়ে তার।

বাফুফেতে সাবিনাদের বাঁধভাঙা উদযাপনের ভিডিও দেখুন এখানে

শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পৌঁছে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন বাঘিনীরা। এ সময় তাদের সাথে যোগ দেন বাফুফে কর্মকর্তারা। সাথে ছিলেন বয়সভিত্তিক অন্যান্য দলের সদস্যরাও। এমনকি বাঁধভাঙা উচ্ছাসে শৃঙ্খলার বাঁধভেঙ্গে বাফুফে ভবনের ভেতরে ঢুকে পড়ে সেই উদযাপনে শরীক হন ভক্ত-সমর্থকরা। পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা কনফারেন্স রুমে নিয়ে যান সাবিনাদের।

/এসএইচ

Exit mobile version