Site icon Jamuna Television

মালাইকার প্রাক্তন ও বর্তমান একই ওয়েব সিরিজে, থাকবেন নিজেও

একই ওয়েব সিরিজে অভিনয় করবেন মালাইকা আরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান, বর্তমান প্রেমিক অর্জুন কাপুর। এছাড়া ওয়েব সিরিজটিতে তিনি নিজেও অভিনয় করবেন বলে জানা গেছে। সাথে থাকবেন মালাইকার বোন অমৃতা অরোরা। সিরিজের নাম ‘অরোরা সিস্টার্স’।

মূলত এই দুই বোনের জীবন নিয়েই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজটি। তাদের জীবনের টুকরো টুকরো গল্প নিয়েই সাজানো হয়েছে সিরিজটি। ওয়েব সিরিজ হলেও এতে থাকবে রিয়ালিটি শোর ছায়া। তাই এর নাম দেয়া হয়েছে রিয়ালিটি সিরিজ।

সিরিজে দুই বোনের বন্ধু মহলের সদস্যদের দেখা যাবে বিভিন্ন পর্বে। তেমনই একটি পর্বে থাকবেন আরবাজও। থাকবেন অর্জুন। তবে, সূত্রের খবর দু’জনকে এক ফ্রেমে দেখা যাবে না। আলাদা আলাদা পর্বেও থাকতে পারেন অর্জুন এবং আরবাজ।

সূত্র: এনডিটিভি

এটিএম/

Exit mobile version