Site icon Jamuna Television

কুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেফতার আরও তিনজন, মোট গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া।

দুই শিক্ষককে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে রাতে তাদেরকে মামলার আসামি করা হয়। আর রাতে আটক করে গ্রেফতার দেখানো হয় পিয়ন সুজনকে।

এ মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার নামীয় আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এ ঘটনার সাথে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

/এডব্লিউ

Exit mobile version