Site icon Jamuna Television

৪২ দিন পর আবার আদালতে পি কে হালদার, বাড়তে পারে হেফাজতের সময়সীমা

দীর্ঘ ৪২ দিন পর আজ, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আবার আদালতে তোলা হলো হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত পিকে হালদারকে। সংশ্লিষ্টরা বলছেন, আজ আদালত তার হেফাজতের সময়সীমা বৃদ্ধি করে দিতে পারে।

গত ১০ আগস্ট আদালতে সাড়ে ৪ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দেয় ভারতের আর্থিক বিষয়ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, ইডি। অভিযুক্তদের জবানবন্দিতে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য তাতে সংযুক্ত করা হয়।

এর আগে ১১ জুলাই, পিকে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দেন গোয়েন্দা কর্মকর্তারা। ১০০ পাতার ঐ চার্জশিটে পিকেসহ ছয় অভিযুক্তের সবার নাম রয়েছে। মূলত প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, টু থাউজেন্ড টোয়েন্টি টু মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চার্জশিটে ছিল দুটি সংস্থার নামও।

গত ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পিকে হালদারকে। এ পর্যন্ত তাকে চারবার ইডি এবং পাঁচবার জেল হেফাজতে দেয়া হয়।

/এডব্লিউ

Exit mobile version