Site icon Jamuna Television

দিনাজপুর বোর্ডে স্থগিত এসএসসি পরীক্ষা ১০-১৩ অক্টোবর

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) পরীক্ষার নতুন সময়সূচি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া গণিত পরীক্ষা ১০ অক্টোবর, কৃষিবিজ্ঞান ১১ অক্টোবর, পদার্থবিজ্ঞান ১২ অক্টোবর এবং রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর। সাধারণ পরীক্ষার মতোই প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এসব পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষাগুলো হবে ১৫-২০ অক্টোবরের মধ্যে।

চলতি মাসের ২২, ২৫, ২৪ ও ২৬ সেপ্টেম্বর এসব বিষয়ের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। আর ব্যবহারিক পরীক্ষার জন্য সময় দেয়া চিল ১০-১৫ অক্টোবর।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর বোর্ডে কয়েকটি বিষয়ে চলমান এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরীক্ষা কেন্দ্রের সচিবের কক্ষে পরীক্ষার আগেই প্যাকেট খোলা প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় স্থগিত করা হয় এসব পরীক্ষা।

/এডব্লিউ

Exit mobile version