Site icon Jamuna Television

মেরামত হবে সাবিনার বাড়ির সড়ক, মেয়রকে ডিসির নির্দেশনা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাফ জয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে যাওয়ার ভাঙা সড়ক মেরামত করা হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকায় সাবিনা খাতুনের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে যান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাবিনা খাতুন যেখানে পরিবার নিয়ে বসবাস করেন সেখানে যাওয়ার সড়কটি খুবই নাজুক। জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, রাস্তাটি খুবই জরাজীর্ণ। এটি পৌরসভার আওতাধীন। পৌর মেয়রকে সড়কটি চলাচল উপযোগী করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, সাতক্ষীরার সাবিনা ও মারুফাসহ গোটা দল দেশের সুনাম বয়ে এনেছে। এখন আমাদের দায়িত্ব তাদের প্রাপ্য সম্মান দেয়া। এ সময় তিনি যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার কথা জানান। খোঁজ-খবর নেন সাবিনার মা সাজেদা খাতুনসহ তার বোনদের।

এদিকে, দীর্ঘদিন ধরে সড়কে দুর্ভোগ পোহানো মানুষরাই জেলা প্রশাসকের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন, আনন্দ বইছে গোটা এলাকায়। এলাকাটি জলাবদ্ধ হওয়ায় এই সমস্যা সমাধানেরও দাবি তুলেছেন এলাকাবাসী।

/এডব্লিউ

Exit mobile version