Site icon Jamuna Television

স্বৈরাচার আইয়ুব খানের যে লজ্জাবোধ ছিল, এই সরকারের তাও নাই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খানের মধ্যে যে লজ্জাবোধ ছিল, এই সরকারের তাও নাই, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ যে সরকার চায় না, সেই সরকারকে টিকিয়ে রাখতে যারা সহায়তা করবে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

যারা জনগণের কথা চিন্তা করে না, তারা উন্নয়নের কথা বলে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনীতিতে এখন গুণী ও মেধাবীদের কদর নাই। রাজনীতি চলে গেছে করপোরেটদের হাতে। রাজনীতি করে অর্থ-সম্পদ অর্জন করাই এখন মূল লক্ষ্য হয়ে গেছে।

/এমএন

Exit mobile version