Site icon Jamuna Television

আবারও ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও রাতের আঁধারে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এক্সটেনশনে এ হত্যাকাণ্ড ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. এরশাদ (২২)। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ক্যাম্প ৪ এক্সটেনশনে এরশাদ নামের ওই রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ থানা পুলিশকে খবর দিলে সকালে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, বুধবারও উখিয়ার ময়নারঘোনা ক্যাম্পে-১৮ জাফর নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি ও কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। পরিবারের অভিযোগ, সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা না করায় স্বেচ্ছাসেবক মোহাম্মদ জাফরকে নিমর্মভাবে খুন করেছে তারা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে, আটকও করা হয়েছে একজনকে।

/এডব্লিউ

Exit mobile version