Site icon Jamuna Television

যশোরে দশম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

বেনাপোল প্রতিনিধি:

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার বড় নিজামপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের জাহান আলীর ছেলে মো. নাসিম (২৭), নিজাম চৌকিদারের ছেলে নুরুজ্জামান (২৬) ও ফটিকের ছেলে মো. সাকিবকে (২৫) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় কিশোরীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা জোর করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

এটিএম/

Exit mobile version