Site icon Jamuna Television

ভারতে ২ হাজার কোটি টাকার হেরোইন জব্দ

ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মাদক বাজেয়াপ্ত হয়েছে মুম্বাই নবসেবা বন্দরে। উদ্ধার করা হয়েছে প্রায় দুই হাজার দুইশো কোটি টাকার হেরোইন।

বুধবার (২১ সেপ্টেম্বর) মুম্বাই বন্দর থেকে কন্টেইনারগুলো উদ্ধার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স। এতে বোঝাই ছিল প্রায় ৩৪৫ কেজি হেরোইন। খবর দ্য হিন্দুর।

অভিযুক্ত আফগান নাগরিক জানিয়েছে, সমুদ্র পথে ইরান থেকে কন্টেনারের মাধ্যমে এসেছে মাদক। ২০২১ সালের জুনে ভারতে পৌঁছায় হেরোইন। প্রায় একবছর পুলিশের চোখে ধুলো দেয়ার চেষ্টা করেছে মাফিয়া দল।

এর আগে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে প্রায় ৩ টন পরিমাণ হেরোইন জব্দ করেছে ভারতীয় পুলিশ। এছাড়া দু’সপ্তাহ আগে দক্ষিণ চেন্নাই বন্দর থেকে মাদকের একটি বড় চালান আটক করেছিল দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স।

প্রসঙ্গত, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় অবৈধ আফিম সরবরাহকারী দেশ। ক্ষমতা দখলের পর থেকেই তালেবান বলে আসছে যে তারা অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু তারা এটা কীভাবে বন্ধ করবে এ বিষয়ে কিছু জানায়নি।

এটিএম/

Exit mobile version