Site icon Jamuna Television

এম খুরশীদ হোসেন র‍্যাবের নতুন মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদর দফরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‍্যাবের মহারিচাল হিসেবে নিয়োগ করা হলো। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলে তাতে উল্লেখ করা হয়।

এদিকে, বর্তমান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন। বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠাচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। তার উত্তরসূরী হিসেবে আইজিপি নিয়োগ দেয়া হয়েছে র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

/এমএন

Exit mobile version