Site icon Jamuna Television

চিনি ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ

১২ টাকা কমিয়ে প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা। আর খুচরা পর্যায়ে প্রতি কেজি খোলা চিনির দাম ৮৪ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রনালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খোলা পাম সুপার তেলের মিলগেট দাম ১২৮ টাকা। পরিবেশক মূল্য ধরা হয়েছে ১৩০ টাকা। ভোক্তা পর্যায়ে নতুন দাম ১৩৩ টাকা। তবে, আগে দাম নির্ধারণ ছিল ১৪৫ টাকা। ভোক্তা পর্যায়ে পরিশোধিত খোলা চিনির কেজি প্রতি বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা। আর প্যাকেটজাত চিনির কেজি প্রতি দাম ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী রোববার থেকে নতুন এই দাম কার্যকর করতে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

/এমএন

Exit mobile version