Site icon Jamuna Television

দুবাইয়ের উদ্দেশে সোহানের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দল

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ আর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগে থেকেই ছুটিতে আছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য। সাকিব ছাড়া ১৪ সদস্যের বিশ্বকাপ দলের সাথে আছেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা তিন ক্রিকেটার সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তবে পারিবারিক সমস্যায় ছুটিতে শেখ মেহেদী।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার ও মঙ্গলবার ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে লড়বে বাংলাদেশ ও আবর আমিরাত। সফরের বাকি দিনগুলিতে অনুশীলন করবে টাইগাররা।

আরও পড়ুন: কৃষ্ণা-শামসুন্নাহারদের চুরি হওয়া টাকা উদ্ধার না হলে ক্ষতিপূরণ দেবে বাফুফে

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কয়েকদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপে একটিও জয় পায়নি টাইগাররা। তাই বিশ্বকাপে ভালো করতে আগেভাগেই শুরু করেছে প্রস্তুতি।

জেডআই/

Exit mobile version