Site icon Jamuna Television

রাজশাহীতে ছোট ভাইয়ের কোপে নিহত বড় ভাই

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর চারঘাট উপজেলায় ছোট ভাই আনারুলের হাসুয়ার আঘাতে বড় ভাই কামাল হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের বথুয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, দুই ভাইয়ের মধ্যে পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়েই উভয়ের মধ্যে বিকেলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আনারুল ঘরে থাকা হাসুয়া দিয়ে তার বড় ভাই কামালকে কোপ দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা আহত কামালকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত পলাতক আনারুলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এটিএম/

Exit mobile version