Site icon Jamuna Television

মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর সাথে সংঘাতে নিহত ১৫

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাগাইং এবং কারেন রাজ্যে প্রতিরোধ বাহিনীর সাথে সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫ সেনা সদস্য। খবর দ্য গার্ডিয়ানের।

বুধবার (২১ সেপ্টেম্বর) প্রতিরোধ বাহিনীর সাথে হওয়া সংঘর্ষে ১৫ সেনা সদস্য নিহতের তথ্যটি নিশ্চিত করেছে বিদ্রোহী সংগঠন- কেএনএলএ ও কেএনইউ।

সংগঠন দুটি জানিয়েছে, কারেন রাজ্যে জান্তা প্রশাসনের একটি ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ১৭ মিনিটের মাথায় সেটি দখল করে বিদ্রোহীরা। সেখানেই, ৭ সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় আটক করে প্রতিরোধ বাহিনী। এছাড়া, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন কারেন বিদ্রোহীরা।

একইদিন, থাইল্যান্ড সীমান্তের কাছেও হয় জোরালো হামলা। তাতে, প্রাণ হারিয়েছেন আরও ৮ সেনা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় জোরালো অভিযান চালাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। কিন্তু, কারফিউ জারি বা রাত্রিকালীন হামলা চালিয়েও বিদ্রোহীদের দমাতে পারছে না তারা।

/এসএইচ

Exit mobile version