Site icon Jamuna Television

পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সদস্য পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের দাবি এবং হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করে বিপিজেএ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ মানববন্ধন পালিত হয়।

এ সময় বিপিজেএ সভাপতি হারুন আল রশীদ বলেন, সাংবাদিকদের কাজ আজীবন লেখালেখি করা। তারা সে কাজটিই করবেন। এ কাজের বাধা হয়ে দাঁড়ায়, এমন সব আইন বাতিল করতে হবে। পাভেল হায়দার চৌধুরীর নামে মামলা হয়েছে। এ কালো আইনে এর আগেও অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা নির্যাতিত হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা গ্রেফতার হবেন না। কাদের বলেছেন? আইনে বলে দিয়েছেন, সাংবাদিক ধরো, আর মুখে বলছেন, ধরো না। এটা দ্বিচারিতা।

সমাবেশে বক্তারা বলেন, আড়াই মাস আগে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের দুরভিসন্ধিমূলক। কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, পাভেলের বিরুদ্ধে করা মামলাটি পরিষ্কারভাবেই হয়রানিমূলক, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

এর আগে গত ৬ জুলাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর সূত্রেই, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি নেয়া শেষে পাভেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুলকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।

হারুন আল রশীদের সভাপতিত্বে ও বিপিজেএ’র কার্যনির্বাহী সদস্য আজমল হক হেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।

আরও উপস্থিত ছিলেন বিপিজেএ’র সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সহসভাপতি মসিউর রহমান খান, যুগ্ম সম্পাদক কাজী সাজিদুল হক, অর্থ সম্পাদক সিরাজুজ্জামান, দপ্তর সম্পাদক জেসমিন মলি, কার্যনির্বাহী কমিটির সদস্য এমরান হোসাইন শেখ, মিজান রহমান প্রমুখ।

/এসএইচ

Exit mobile version